Director's Speech

বর্তমান শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীর সকাল থেকে সন্ধ্যা সারাদিন কাটে পড়া নিয়ে। কখনও স্কুলে আবার কখনও বা সহায়ক কোনো প্রতিষ্ঠানে। শিক্ষার মধ্যেও যে আনন্দ আছে এই ব্যপারটাই তারা এখন ভূলতে বসেছে লেখাপড়ার চাপে। রেজাল্ট ভাল করার প্রতিযোগীতায় সবাই ব্যস্ত। আমাদের স্কুল এই ব্যস্ততার মধ্যেও শিক্ষাকে আনন্দময় ও সহজ করার জন্য কাজ করছে। ক্লাসের পড়া বাসায় পৌছে দেওয়ার জন্য উদ্দেশ্যে ক্লাসের ভিডিও কন্টেন্ট তৈরী করে তা শিক্ষার্থিদের হাতে পৌছে দিতে আমাদের স্কুল কাজ করে যাচ্ছে। পাঠ্য বিষয় গুলো সহজে বুঝানোর জন্য বিভিন্ন ভিডিও ও অ্যানিমেশনের সাহায্য নেওয়া হয়। ফলে শিক্ষা বিষয় যেমন সহজে বুঝা যায় তেমনি হয়ে উঠে আনন্দ ময়। শুধু মাত্র ভাল রেজাল্টই নয়, শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তোলাই আমাদের স্কুলের লক্ষ্য।

At a Glance

এক নজরে “আমাদের স্কুল”

১. অধ্যায় ভিত্তিক পর্যাপ্ত সংখ্যক ক্লাস।
২. অধ্যায় ভিত্তিক নোট প্রদান।
৩.এনিমেটেড  ভিডিওর মাধ্যম পাঠ্য বিষয় সহজ ভাবে উপস্থাপন।
৪. ক্লাসে পাঠ্য বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়া ও পড়া আদায় করা।
৫. প্রয়োজনে বিষয় বস্তু পুনরায় আলোচনা করা ।
৬. প্রতিটি অধ্যায়  পড়ানো শেষ হলে বহু নির্বচনি ও সৃজনশীল পরীক্ষা গ্রহন।
৭. পরীক্ষার সলভ শিট প্রদান ও সলভ ক্লাস।
৮. মাসিক পরীক্ষা গ্রহন ও অর্ধ বাষিক ও বার্ষিক পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা গ্রহন।
৯. কিছু কিছু বিষয় ব্যবহারিক ক্লাসের মাধ্যমে বুঝানো ও ব্যবহারিক পরীক্ষা গ্রহন।
১০. পরীক্ষার সমন্বিত মেধা তালিকা প্রকাশ।
১১. মেধা তালিকার সেরাদের মধ্যে পুরস্কার বিতরন।
১২. পরীক্ষার ফলাফল amaderschoolbd.com ওয়েব সাইটে প্রকাশ।
১৩. ক্ষুদে বার্তার মাধ্যমে পরীক্ষার ফলাফল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানানো।
১৪. সপ্তাহে চারদিন ক্লাস। প্রতি শুক্রবার জীববিজ্ঞান ক্লাস।
১৫. এক ব্যাচে সর্বোচ্চ ১৬ জন শিক্ষার্থী।

অভিভাবকদের প্রতি:
১. শিক্ষার্থিদের ভিডিও ক্লাসের মাধ্যমে পাঠ্য বিষয় ভালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়।
২. অটোমেশনের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি ও পরীক্ষার ফলাফল নিয়মিত অবহিত করণ।  
৩. প্রতি মাসে শিক্ষার্থীর অগ্রগতি পত্র ( Progress Report) অভিভাকদের কাছে প্রেরন করা হয়।
৪. বিভিন্ন পরীক্ষার সম্মিলিত মেধা তালিকা প্রকাশ করা হয়। ফলে শিক্ষার্থী তার প্রকৃত অবস্থান জানতে পারে।

অভিভাবকের করনীয়:
১.    শিক্ষার্থী নিয়মিত পড়তে আসা নিশ্চিত করা।
২.    নিয়মিত শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা।
৩.    শিক্ষার্থীদের ভালোর জন্য যে কোনো ধরনের পরামর্শ আমাদের স্কুল সাদরে গ্রহন করবে।

ব্যাচ সমূহ

অষ্টম - দশম:
১.  পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান
২. সাধারণ গণিত ও উচ্চতর গণিত
৩. সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান।(৬ষ্ঠ হতে দশম শ্রেণি) 

একাদশ -দ্বাদশ :

রসায়ন ও গণিত